thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

জয়দেবপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ০০:২৫:০৩
জয়দেবপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়দেবপুর পৌর এলাকার ছায়া বিথি জোড়পুকুরপাড় এলাকায় সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতের পরিবারের লোকজন অভিযোগ করেছে ছাত্রলীগ নেতা এরশাদ ও নাহিদসহ তাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।

হাফিজের ছোট ভাই মনিরুল ইসলাম সাগর দ্য রিপোর্টকে বলেন, ‘এক মাস আগে ছাত্রলীগ নেতা এরশাদ ও নাহিদসহ তাদের অনুসারীরা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে গুলি করে। এতে আমি গুলিবিদ্ধ হই। এ ঘটনায় আমার ভাই হাফিজুল ইসলাম হাফিজ জয়দেবপুর থানায় বাদী হয়ে এরশাদ ও নাহিদসহ ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোমবার রাত ৯টার দিকে তারা জয়দেবপুর পৌর এলাকার ছায়া বিথি জোড়পুকুরপাড়ে আমার ভাই হাফিজকে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে পরে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।’

(দ্য রিপোর্ট/এসআর/কেএ/এমডি/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ঢাকা এর সর্বশেষ খবর

ঢাকা - এর সব খবর