thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে ডিএসইর নতুন পর্ষদের সৌজন্য সাক্ষাত

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১১:৩২:৪৭
বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে ডিএসইর নতুন পর্ষদের সৌজন্য সাক্ষাত

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করেন ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পরিচালনা পর্ষদ। মঙ্গলবার সকাল ১১টায় বিএসইসি কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।

ডিএসই পর্ষদের নেতৃত্ব দেন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া।

সাক্ষাতকালে ডিএসই পর্ষদের সদস্যরা বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন, সকল কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন বলে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্বপন কুমার বালা দ্য রিপোর্টকে জানান।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, ডিএসই ‘র চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক আবুল হাসেম, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক এম কায়কোবাদ, মনোয়ারা হাকিম আলী, মো. রুহল আমিন (এফসিএমএ) এবং ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান (পিএসসি)।

এ ছাড়া শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্যে রয়েছেন শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসুল এবং শরীফ আনোয়ার হোসেন।

সিদ্দিকুর রহমান মিয়া দ্য রিপোর্টকে জানান, বিএসইসি’র চেয়ারম্যান এম খায়রুল হোসেন এবং সকল কমিশনারদের সঙ্গে সাক্ষাত হয়েছে। সাক্ষাতকালে পুঁজিবাজার এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর