thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

এমপি মোসলেম রাজাকার, মামলা হলে সাক্ষী হব : কাদের সিদ্দিকী

২০১৬ ডিসেম্বর ০২ ১৮:৪১:৫৬
এমপি মোসলেম রাজাকার, মামলা হলে সাক্ষী হব : কাদের সিদ্দিকী

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য (এমপি) এডভোকেট মোসলেম উদ্দিন রাজাকার ছিলেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হলে কাদের সিদ্দিকী মামলার সাক্ষী হবেন বলেও ফুলবাড়ীয়াবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ পরিদর্শনকালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের ওপর গত ২৭ নভেম্বর পুলিশের হামলায় ওই কলেজের শিক্ষক আবুল কালাম আজাদসহ দুজন নিহত হওয়ার প্রেক্ষিতে ওই কলেজ পরিদর্শনে যান ময়মনসিংহ অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক ও কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দিকী। পরে সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন।

এমপি মোসলেমের বিচারের উদ্যোগ নিতে ময়মনসিংহ জেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেছেন, ‘১৯৭০ সালের নির্বাচনে মোসলেম এমপি হয়েছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধে যান নাই। তাকে ধরার জন্য ১০বার লোক পাঠিয়েছিলাম।’

ধর্ম মন্ত্রীকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেছেন, ‘ধর্মমন্ত্রী মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানকে বলেছি, আপনারা এতো রাজাকারের বিচার করেন, ফুলবাড়ীয়ার রাজাকার এমপি মোসলেমের বিচার করেন না কেন?’

দ্রুতই এমপি মোসলেম এর নামে যুদ্ধাপরাধের মামলা করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমি এখান থেকে যেতে না যেতেই রাজাকার এমপি মোসলেমের নামে একটি যুদ্ধাপরাধের মামলা করবেন। আমি জীবনে কারো নামে মামলা করি নাই। কোনো মামলায় সাক্ষ্য দেই নাই। এইবার আমি একজন রাজাকার এমপির বিরুদ্ধে সাক্ষী হতে চাই।’

শিক্ষক আবুল কালাম আজাদসহ দুজন নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে কাদের সিদ্দিকী বলেছেন, ‘যতদিন কলেজ সরকারিকরণের দাবি আদায়সহ হত্যার বিচার না হবে, ততদিনই জনতাকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।’

কাদের সিদ্দিকী আরো বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ। এ দেশের একটা ছাগল পিটালেও বিচার হওয়া উচিত। অথচ একজন শিক্ষক ও সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ। আমরা কী এই স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছি? এসব যখন মনে হয়, তখন ক্ষোভে ফেটে পড়তে ইচ্ছা করে। আমি যদি মুসলমান না হতাম, অনেক আগেই আত্মহত্যা করতাম।’

এ সময় কৃষক শ্রমিক জনতার লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, ফুলবাড়ীয়া উপজেলা সভাপতি কাজী ইমান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ফুলবাড়ীয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি সিদ্দিক ও জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেছেন, ‘এমন বাংলাদেশ হবে আগে জানলে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম না। ফুলবাড়ীয়ার এমপির নামে যুদ্ধাপরাধের মামলা হলে আমি এক নম্বর সাক্ষী হব।’

(দ্য রিপোর্ট/কেআই/এস/জেডটি/ডিসেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর