thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

রাজবাড়ীতে ধারালো অস্ত্রসহ যুবক আটক

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৬:১১:৫৭
রাজবাড়ীতে ধারালো অস্ত্রসহ যুবক আটক

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে ধারালো অস্ত্রসহ ইসমাইল হোসেন রিপন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শহরের রেলগেট এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তাকে আটক করা হয়।

রাজবাড়ী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিরন জানান, রাজবাড়ী সরকারি কলেজ এলাকা থেকে রিপন এবং তার বন্ধু তারেক ব্যাগের মধ্যে দুটি বড় ধারালো ছোরা নিয়ে শহরের বড়পুল এলাকায় যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে পুলিশ ধাওয়া করে রেলগেট এলাকা থেকে রিপনকে আটক করে। রিপনের পেছনে থাকা মো. তারেক দৌড়ে পালিয়ে যায়। রিপনের ব্যাগ তল্লাশি করে দুটি বড় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটক রিপন জানান, সে শহরের কাজীকান্দা এলাকার বাহার উদ্দিনের ছেলে। এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

(দ্য রিপোর্ট/টিএম/এফএস/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর