thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

যশোরে সংবাদ সম্মেলনে অভিযোগ

‘টিআরএম প্রকল্পে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে’

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৬:৫৬:৫৭
‘টিআরএম প্রকল্পে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে’

যশোর অফিস : যশোরের ভবদহে বিলকপালিয়ায় চলমান টিআরএম প্রকল্পকে লুটপাটের প্রকল্প বলে অভিহিত করেছে ভবদহ জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি। তাদের অভিযোগ, এ প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নেওয়া হচ্ছে।

প্রেস ক্লাব যশোর মিলনায়তনে মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, এ প্রকল্পের অনুকূলে বরাদ্দ ৭৫ কোটি টাকার মধ্যে ৪০ শতাংশ ইতোমধ্যে ব্যয় হয়েছে বলে সরকারিভাবে বলা হচ্ছে। অথচ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা কোনো ক্ষতিপূরণ পায়নি। প্রকল্প এলাকায় কোনো কাজের নিদর্শনও নেই। রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের লুটপাটের স্বার্থে বিলকপালিয়ায় এ ধরনের ব্যর্থ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় এলাকার জলাবদ্ধতা নিরসনে জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) প্রকল্প গ্রহণ করা হয় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে। এ প্রকল্পের মূল কথা হল- নদী ও খালের পুনর্সংযোগ স্থাপনের মাধ্যমে অবাধ জোয়ার-ভাটার ব্যবস্থা করা।

২০০৬ সালে বিলখুকশিয়ায় প্রথম টিআরএম প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। তিন বছরের ওই প্রকল্প সাত বছরেও সম্পন্ন হয়নি। বিলখুকশিয়া প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের জন্য তিন কোটি ৩৩ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও কৃষকদের মধ্যে বণ্টন করা হয়েছে মাত্র ৯১ লাখ ২৯ হাজার টাকা। বিলকেদারিয়ার টিআরএম প্রকল্পও সাফল্যের মুখ দেখেনি। নদীর পলি বিলে নিক্ষেপিত করার যে উদ্দেশ্য নিয়ে প্রকল্পগুলো হাতে নেওয়া হচ্ছে, আদৌ তা বাস্তবায়িত হচ্ছে না। ফলে বিলপাড়ের কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী নামিয়ে বিক্ষুব্ধ কৃষকদের হঠানো যাবে না। কারণ এটি তাদের জীবন-মরণের সমস্যা। জীবন দিয়ে হলেও কৃষকরা তাদের ভূমি রক্ষা করবেন।

সংবাদ সম্মেলনে বিলকপালিয়ায় অপরিকল্পিত টিআরএম প্রকল্প বন্ধ, কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দান, মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ফারাক্কাসহ অভিন্ন নদ-নদীর বাঁধ অপসারণে সরকারের যথাযথ ভূমিকা গ্রহণ, ওয়াপদার সব বাঁধ, স্লুইসগেট, অপরিকল্পিত ব্রিজ-কালভার্ট উচ্ছেদ করে নদ-নদী, খাল-বিলের সংযোগ পুনঃস্থাপন, নদীর জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত জলাশয় ব্যক্তি নামে বরাদ্দ দেওয়া বন্ধের দাবি জানানো হয়।

এ সব দাবি আদায়ে আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং এর আগে ভবদহ এলাকায় পথসভা, হাটসভা করার কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ভবদহ জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম সরদার, যুগ্ম-আহ্বায়ক পরিতোষ দেবনাথ ছাড়া ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আবদুল হক, কৃষক সংগ্রাম সমিতির জেলা সেক্রেটারি হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/একে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর