thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৭:১৪:০৫
না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিএনজিচালিত অটোরিক্সা, বেবিট্যাক্সি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। বন্দরের ফুলহর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মঙ্গলবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দরের ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, দুপুর ২টায় মহাসড়ক দিয়ে মদনপুরমুখী সিএনজিচালিত অটোরিক্সা (ঢাকা মেট্রো-দ ১১১৫৯৭) ও বেবিট্যাক্সির (ঢাকা-থ ১১৮৮২২) সঙ্গে বিপরীতমুখী ট্রাকের (চট্ট মেট্রো-ড ৮০৩৬) ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ওই অটোরিক্সা ও বেবিট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায়।

এ ছাড়া ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় যাত্রীর (২৫) মৃত্যু ঘটে। আহত হন- রুবেল, সুজন, নজরুল, আতাউর, শাহিদা ও গিয়াস উদ্দিন।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানান তিনি। এ ছাড়া দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

(দ্য রিপোর্ট/এমএমএম/এমএইচও/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর