thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

২০১৬ ডিসেম্বর ০৬ ১৯:১২:২৫
চট্টগ্রামে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বোয়ালখালীতে সুমনা প্রসাদ দাশ (১৭) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী অধীর বাবুর ভাড়া বাসা থেকে স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুমনা মারা যায়।

নিহত সুমনা প্রসাদ দাশ কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে নগরীর চান্দগাঁও থানার পূর্ব মোহরা এলাকার রাম প্রসাদ দাশের বড় মেয়ে। রাম প্রসাদ দাশ নগরীর আজিম গ্রুপে চাকুরি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কবির জানান, সুমনাকে মৃত অবস্থায় আনা হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, গত চার বছর ধরে সুমনার মা জোসনা দাশ বোয়ালখালীতে ‘আশা’ নামক একটি এনজিও সংস্থায় চাকুরি করার কারনে পূর্ব গোমদন্ডীর অধীর বাবুর বাসায় ভাড়া থাকতেন।

সুমনার বাবা রাম প্রসাদ দাশ জানান, সোমবার (০৫ ডিসেম্বর) রাতে একসাথে খাবার খেয়ে টিভি দেখেছিলাম। সকালে সুমনা কলেজে যাওয়ার জন্য টাকা নিয়েছিল। দুপুরে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে হাসপাতালে এসে মেয়ের মরা মুখ দেখলাম।

প্রতিবেশীরা জানান, দুপুর ১২টার দিকে সুমনা কলেজ থেকে বাসায় ফিরে আসে। এরপর একটি চিৎকার শুনি। এর প্রায় ঘন্টা খানেক পর সুমনাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। তবে কি অবস্থায় সুমনাকে হাসপাতালে আনা হয় সে বিষয়ে মুখ খুলেননি প্রতিবেশীরা।

সুমনার মা জোসনা দাশ জানান, সকালে ছোট মেয়ে গল্পকে নিয়ে বোয়ালখালী উপজেলার অলিবেকারীর আশা কার্যালয় চলে যাই। মেজো মেয়ে তুষিও বিদ্যালয়ে চলে যায়। সুমনা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর দুপুরে এ সংবাদ জানতে পারি।

এদিকে খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ সুমনার লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক খলিলুর রহমান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সুমনার গলার দুপাশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ডিসেম্বর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর