thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

যশোর সদরে বিএনপি সমর্থিত প্রার্থী দুলু

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ১৮:৫৩:১২
যশোর সদরে বিএনপি সমর্থিত প্রার্থী দুলু

যশোর অফিস : যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন দলের জেলা কমিটির সহ-সভাপতি গোলাম রেজা দুলু। দলের জেলা কার্যালয়ে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা বিএনপির সভাপতি কারারুদ্ধ মোহাম্মদ নূরুন্নবীকে পরাজিত করেন। আগামী ২৩ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচনে যশোরে বিএনপি সমর্থিত প্রার্থী নির্ধারণ করা হচ্ছে তৃণমূল পর্যায়ের নেতাদের ভোটের মাধ্যমে। অবশ্য যে উপজেলায় সমঝোতার মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা সম্ভব হচ্ছে, সেখানে আর ভোটের প্রয়োজনীয়তা থাকছে না।

সদর উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনে নির্বাচন করার জন্য তিনজন নেতা আগ্রহী ছিলেন। এরা হলেন- দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও গতবারের প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা কমিটির সহ-সভাপতি গোলাম রেজা দুলু এবং সদর উপজেলা সভাপতি মোহাম্মদ নূরুন্নবী। সোমবার রাতে অ্যাডভোকেট সাবু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

দুই প্রার্থীর মধ্যে মঙ্গলবার বিকেলে পূর্বনির্ধারিত সময়ে ভোটাভুটি হয়। এতে বিএনপি সদর উপজেলা কমিটি, নগর কমিটি, ১৫টি ইউনিয়ন কমিটি এবং নগরের অন্তর্গত ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম-সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা ভোটার হিসেবে গণ্য হন। মোট ১২৬ ভোটারের মধ্যে ১২৩ জন ভোট দেন। বাকি তিনজন যশোরের বাইরে অবস্থান করায় তারা ভোট দিতে পারেননি।

দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং নগর কমিটির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু জানান, তৃণমূল ভোটে জয়ী হয়েছেন গোলাম রেজা দুলু। তবে এ দুই নেতা প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা জানাতে অস্বীকার করেন।

দলের একটি সূত্র জানায়, নির্বাচনে গোলাম রেজা দুলু ৭৯ এবং মোহাম্মদ নূরুন্নবী ৩৮ ভোট পেয়েছেন। কাস্ট হওয়া অন্য ভোটগুলো বাতিল হয়েছে।

মোহাম্মদ নূরুন্নবী কারাগারে থাকা অবস্থায় এ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্প্রতি তাকে গ্রেফতার করে ডিবি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের শঙ্করপুর এলাকা থেকে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয় বলে ডিবি দাবি করে। অবশ্য বিএনপি এ ঘটনাকে সাজানো বলে অভিহিত করে।

শহরের ওয়াপদা এলাকার বাসিন্দা গোলাম রেজা দুলু দীর্ঘদিন সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। ধনাঢ্য এ নেতা পেশায় ঠিকাদার। আসন্ন উপজেলা নির্বাচনে তার সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন চাকলাদার।

(দ্য রিপোর্ট/একে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর