thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রে ওয়াই-ফাই জোনের উদ্বোধন

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২০:০৯:০৬
ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রে ওয়াই-ফাই জোনের উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে ওয়াই-ফাই জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে মঙ্গলবার এই ওয়াই-ফাই জোনের উদ্বোধন করেন যৌথভাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

এরপর আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া।

জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের সকল আন্দোলন ও অর্জনের কেন্দ্রবিন্দু হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তথ্য প্রযুক্তির উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে এখান থেকেই আইটির মশাল জ্বালাতে হবে এবং সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উপাচার্য আরেফিন সিদ্দিক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ইতোমধ্যেই সাধিত হয়েছে। তথ্য-প্রযুক্তির সুবিধা ও সুফল সর্বত্র পৌঁছে দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর