thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ, দুই হলে তল্লাশি চলছে

২০১৬ ডিসেম্বর ০৯ ১৬:১৫:৪২
চবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ, দুই হলে তল্লাশি চলছে

চট্টগ্রাম অফিস : বৃহস্পতিবার রাতে দফায় দফায় সংঘর্ষের পর শুক্রবার ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপ। এদিকে ছাত্রলীগের দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষে দুপুর দেড়টা থেকে প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে শাহ জালাল ও শাহ আমানত হলে তল্লাশি অভিযান শুরু করেছে হাটহাজারী থানা পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা কিছু জব্দের কোন খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে শাহ জালাল হলের সামনে চবি ছাত্রলীগ সভাপতি পক্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ফাহিম হাসান নাস্তা করতে এলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে সভাপতি পক্ষের একজন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাস্তা করার সমায় সাধারণ সম্পাদক সুজনের অনুসারীরা ফাহিমকে একা পেয়ে কাঁচের বোতল দিয়ে তাকে আহত করে। আহত অবস্থায় সে শাহজালাল হলে চলে যাওয়ার পর সভাপতি টিপুর অনুসারীরা হলের সামনে জড়ো হয়ে সাধারণ সম্পাদক সুজনের অনুসারীদের ধাওয়া দেয়।

এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ আবারো সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। তবে এতে কেউ আহত হবার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহ জালাল ও শাহ আমানত হলের সামনে পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেয়।

এদিকে তল্লাশি অভিযানের বিষয়ে সহকারী প্রক্টর হেলাল উদ্দিন চৌধুরী বলেন, এখনো তল্লাশি চলছে। বিস্তারিত তল্লাশি শেষে জানানো হবে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা হয় নি।

(দ্য রিপোর্ট/এমকে/ডিসেম্বর ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর