thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

২০১৪ ফেব্রুয়ারি ১৮ ২১:৫৭:২৫
ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রংপুর অফিস : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিজ্ঞান অনুষদের ডিন ড. আর এম হাফিজুর রহমানকে আহ্বায়ক ও প্রক্টর ড. নাজমুল হককে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটি হামলা ও ভাঙচুরের ঘটনার কারণ উদঘাটন, ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ, দোষীদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশ পেশ করবেন।

কমিটির অপর সদস্যরা হলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ড. আবু কালাম, মো. ফরিদ উল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান, একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিউল আজম খান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ।

কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, কতিপয় ছাত্র সোমবার প্রশাসন ভবনে হামলা চালিয়ে কয়েকটি কক্ষ, চেয়ার-টেবিল ও কম্পিউটার সামগ্রী ভাঙচুর করে।

(দ্য রিপোর্ট/এসভি/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর