thereport24.com
ঢাকা, বুধবার, ৬ আগস্ট 25, ২২ শ্রাবণ ১৪৩২,  ১১ সফর 1447

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় মামলা

২০১৬ ডিসেম্বর ১২ ১৫:৪৯:৫৩
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় মামলা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার আলকরণ এলাকায় প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক ওয়ার্ড ছাত্রলীগ নেতা ও নগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য ইব্রাহিম মানিক (৩২) খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নিহতের স্ত্রী লুৎফন নাহার নিশিতা বাদী হয়ে ৬ জনকে আসামি করে সিএমপির কোতোয়ালি থানায় এ হত্যা মামলা করেন।

মামলার আসামিরা হলেন- মো. রানা, মো. আলী, রাহুল দাশ, সুমন, এমরান ওরফে কালাইয়্যা ও সুজন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এরমধ্যে প্রধান আসামি রানাকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে। তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, মাদক ব্যবসার প্রতিবাদ করায় এবং এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে নগরীর ব্যস্ততম সড়ক আলকরণ এলাকায় প্রকাশ্য দিবালোকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম মানিককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। গুলি করে পালিয়ে যাওয়ার সময় রানা নামে এক সন্ত্রাসীকে আটক করে স্থানীয়রা। ধৃত রানাও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।

(দ্য রিপোর্ট/এইচ/এমকে/ডিসেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর