thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ভুয়া মুক্তিযোদ্ধা বলায় চবি ভিসির বিরুদ্ধে মামলা

২০১৬ ডিসেম্বর ১২ ১৬:৫০:৫০
ভুয়া মুক্তিযোদ্ধা বলায় চবি ভিসির বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম অফিস : ভুয়া মুক্তিযোদ্ধা বলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালতে অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন মানহানির মামলাটি দায়ের করেন।

আদালত অভিযোগটি আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে আগামী এক মাসের মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকেবলেন, ‘গত ২৮ নভেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চবির সাবেক উপাচার্য ড. আবু ইউসুফ আলমের নাগরিক স্মরণসভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আমাকে উদ্দেশ্য করে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সন্দেহের কথা বলেছিলেন। বিষয়টি আমার জন্য মানহানিকর। তাই তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছি।’

(দ্য রিপোর্ট/এমএইচএ/এস/ডিসেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর