thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

আন্দোলন শিখে রাজপথে আসুন : দীপু মনি

২০১৩ নভেম্বর ০৬ ১১:৪২:০৯
আন্দোলন শিখে রাজপথে আসুন : দীপু মনি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বিরোধী দলকে উদ্দেশ্যে করে বলেছেন, ‘আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এতে করে অবৈধ দাবি আদায় করা যাবে না। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে গড়ে ওঠেছে। কিভাবে আন্দোলন করতে হয় সেটি আওয়ামী লীগ ভালো করেই জানে। আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলন শিখে তারপর রাজপথে আসুন।’

বঙ্গবন্ধু এ্ভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার‌্যালয়ের সামনে বুধবার সকালে হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সংবিধান পরিপন্থি কোনো কাজ করবে না। নির্দলীয় সরকার এখন সংবিধান পরিপন্থি। দেশের সর্বোচ্চ আদালত এই ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের প্রধান কাজ সংবিধানকে সমুন্নত রাখা ও নির্বাচন কমিশনকে সাহায্য করা।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ শান্তি প্রিয় ও নির্বাচনমূখী দল। তাই সর্বদলীয় সরকার গঠনে আওয়ামী লীগ এগিয়ে যাবে। কারোর জন্য আর বসে থাকবে না। বিএনপি যদি সহিংসতা বাদ দিয়ে এই পদ্ধতিতে নির্বাচনে আসে তবে তাদের যে জনপ্রিয়তা আছে, সময় পেরিয়ে গেলে সেটাও থাকবে না।’

সংলাপ প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘সহিংসতা ও সংলাপ এক সঙ্গে চলতে পারে না। সংলাপে আসতে হলে বিএনপিকে সহিংসতা বন্ধ করতে হবে।।’

১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের হরতাল যুদ্ধাপরাধী ও বেগম জিয়ার দুই পুত্রকে বাঁচানোর জন্য। তারা ৬০ ঘণ্টার হরতাল দিয়ে দেশকে ৬০ বছর পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তাদের অপচেষ্টা সফল হতে দেব না। আমরাও রাজপথে থাকবো, তাদের অপচেষ্টা রূখে দেব।’

তিনি বলেন, ‘তারা কর্মসূচি দিয়ে কিছুই অর্জন করতে পারেনি। তারা শুধু দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের হরতালকে উপেক্ষা করে দেশের মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে।’

দীপু মনি বলেন, ‘তারা হরতালের নামে সিএনজিচালক, শিশু, সংবাদকর্মী হত্যাসহ বিচারপতিদের বাড়িতে হামলা করছে।’

বিএনপি কার‌্যালয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে মিথ্যাচার করা হয়। মিথ্যার ওপরে বড় বড় ডিগ্রিও দেওয়া হয় সেখানে।’

বিদেশী পর‌্যবেক্ষক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে কোনো দেশের প্রতিনিধি এসে তাদের মতামত ব্যক্ত করতে পারেন। এই মতামত তাদের ব্যক্তিগত বিষয়।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠিন সম্পাদক শাহে আলম মুরাদ প্রমূখ।

(দিরিপোর্ট২৪/এমসি/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর