thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে আইটি পার্ক স্থাপনের কাজ শুরু শিগগিরই : পলক

২০১৬ ডিসেম্বর ১৭ ১৭:৩৭:২৪
চট্টগ্রামে আইটি পার্ক স্থাপনের কাজ শুরু শিগগিরই : পলক

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে তথ্য ও প্রযুক্তি বিভাগের ‘লার্নিং এন্ড আর্নিং’ মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।

পলক বলেছেন, ‘চট্টগ্রামের বীর সন্তানেরা যেমন দেশের প্রয়োজনে বরাবরই আন্দোলন, ত্যাগ ও সফলতার স্বাক্ষর রেখেছেন, তেমনি দেশে সেরা ফ্রিল্যান্সরও তৈরি করবেন। ডিজিটাল বাংলাদেশের সফল যোদ্ধাও তৈরি হবে এই চট্টগ্রাম থেকে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে প্রযুক্তি ও প্রগতির অন্যতম উদাহরণ।’

চট্টগ্রামের আইটি পার্ক স্থাপনে প্রাথমিক পর্যায়ে ৪০ কোটি টাকা ব্যয়ে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, ‘পর্যায়ক্রমে আরও ৩০০ কোটি টাকা ব্যয়ে আগামী পাঁচ বছরের মধ্যে আইটি পার্ক স্থাপন করা হবে। আইটি পার্ক স্থাপন শেষ হলে আগামী পাঁচ বছরের মধ্যে চট্টগ্রামের ৫০ হাজার তরুণের কর্মসংস্থান হবে।’

আইটি পার্ক বাস্তবায়ন হলে চট্টগ্রাম শহরও বিশ্বের নাম্বার ওয়ান আউট সোর্সিংয়ের শহর ভারতের ব্যাঙ্গালুরুর মতো হবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, কম্পিউটার কাউন্সিলেল নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, আয়েশা ওয়াসিফা খানম এমপি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সময় ও যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। জনগণের নিকট দ্রুত সেবা পৌঁছে দিতে সেবাধর্মী সকল প্রতিষ্ঠানকে ডিজিটালের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা চট্টগ্রাম নগরীকে স্মার্ট সিটিতে পরিণত করতে ৪১টি ওয়ার্ডে ডিজিটাল সেন্টার চালু করছি। বাকলিয়ার ডিজিটাল টেকনোলজি পার্ক নগরীতে স্মার্ট সিটি প্রকল্পের অর্ন্তভুক্ত করা হয়েছে যা আমাদের জন্য গর্বের। আগামী ২০২১ সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব।’

(দ্য রিপোর্ট/এস/জেডটি/ডিসেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর