thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

মানিকগঞ্জে ভারতীয় শাড়িসহ আটক ২

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১০:১৮:১৭
মানিকগঞ্জে ভারতীয় শাড়িসহ আটক ২

মানিকগঞ্জ প্রতিনিধি : ট্রাফিক পুলিশ তল্লাশি চালিয়ে মানিকগঞ্জ থেকে ৫০ পিস ভারতীয় শাড়িসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার রাতে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।

আটককৃতরা হলেন- রাজধানীর লালবাগ এলাকার আফাজ উদ্দিনের ছেলে হামিদুর রহমান ও একই এলাকার আব্দুল খালেকের ছেলে আরমান।

আটককৃতরা জানান, ভারতের দমদম থেকে পাঁচটি ব্যাগে ৫০টি শাড়ি আনেন তারা। ঢাকায় বিক্রির উদ্দেশে তারা শাড়িগুলো নিয়ে যাচ্ছিলেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছলে ট্রাফিক পুলিশ বাসটিতে তল্লাশি চালায়।

ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) নূরুল ইসলাম বলেন, ‘শাড়িসহ দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।’

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, ট্রাফিক পুলিশ শাড়িসহ দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনইউএস/একে/এজেড/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর