thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

‘স্পিকারের অধীনেও নির্বাচনে যাবে না বিএনপি’

২০১৩ নভেম্বর ০৬ ১১:৫৭:২২
‘স্পিকারের অধীনেও নির্বাচনে যাবে না বিএনপি’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন সুলতানার অধীনে যদি কোন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তাহলেও বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।

বুধবার সকালে জাতীয় সংসদ এলাকায় হরতালের সমর্থনে বিরোধী দলীয় সংসদ সদস্যদের মিছিল শেষে এক সমাবেশে ফারুক একথা বলেন।

তিনি বলেন, ‘গতকাল (বুধবার) সংসদ ভবন এলাকায় হরতালের মিছিল শেষে বিএনপির সংসদ সদস্যরা বাড়ি ফেরার পথে সরকার দলীয় সংসদ সদস্য নাজমা আক্তার ও অপু উকিলের নেতৃত্বে আওয়ামী যুব মহিলা লীগের কর্মীরা বিরোধী দলীয় সংসদ সদস্যদের উপর হামলা চালায়। যেখানে সংসদ অধিবেশন শুরুর সাত দিন আগ থেকে শেষ হওয়ার সাত দিন পর পর্যন্ত সংসদ ভবন এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ সেখানে আওয়ামী যুব মহিলা লীগের কর্মীরা কিভাবে প্রবেশ করে।’

ফারুক বলেন, ‘দেশের অনেক বাকশালী বুদ্ধিজীবীরা বলছেন, বর্তমান স্পিকারের অধীনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন করা যেতে পারে। কিন্তু আমরা বলবো, যে স্পিকার তার এলাকায় সহকর্মীদের উপর হামলা ব্যাপারে কিছু করতে পারেন না, এমন আওয়ামী স্পিকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। এমন ঘটনা ঘটার পর কি স্পিকার একবারও বিরোধী দলের সংসদ সদস্যদের খবর নিয়েছেন? তিনিও আওয়ামী লীগের অংশ। এতে প্রমাণিত হয় তার অধীনেও কোন নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।’

তিনি বলেন, ‘বিরোধী দলের ডাকা ৬০ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে আজ। সরকারকে বলবো এখনও সময় আছে আপনারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করুন। বিএনপি বা ১৮ দলীয় জোটকে বাদ দিয়ে কোন নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না। যদি নির্বাচন হয় তাহলে খালেদা জিয়াকে নিয়েই নির্বাচন হবে।’

সমাবেশের আগে ও পরে বিরোধী দলীয় সংসদ সদস্যরা হরতালের সমর্থনে সংসদ ভবনের টানেলের মধ্য থেকে পূর্ব দিকের গেট পর্যন্ত মিছিল করেন।

এসময় বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভূঁইয়া, নাজিম উদ্দিন আহমেদ, জয়নুল আবেদিন, হাফিজুর রহমান, হারুনুর রশীদ, রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, শাম্মী আক্তার, ও আফিয়া আশরাফি পাপিয়া।

(দিরিপোর্ট২৪/আরএইচ/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর