thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

যশোরে স্কুল শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনা

আত্মসমর্পণ করেছেন ড্রাইভার ও হেলপার

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১০:৫২:৩৩
আত্মসমর্পণ করেছেন ড্রাইভার ও হেলপার

যশোর অফিস : স্কুল শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনা মামলায় অভিযুক্ত গাড়িচালক ইস্রাফিল ও হেলপার মহররম আত্মসমর্পণ করেছেন। বুধবার সকাল ১০টায় তারা যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে এসে আত্মসমর্পণ করেন। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মসমর্পণ করা দুজন এখন পুলিশ হেফাজতে আছেন। দুর্ঘটনা সংক্রান্ত মামলাটি হয় চৌগাছা থানায়।

চৌগাছা থানার ওসি মতিয়ার রহমান জানান, মামলাটির তদন্ত কর্মকর্তা মুন্সি আবু কুদ্দুস আসামিদের হেফাজতে নেওয়ার উদ্দেশে যশোর রওয়ানা হয়েছেন। তাদের আদালতে হাজির করা হবে।

গত শনিবার রাত ৮টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলায় স্কুলশিক্ষার্থীবাহী পিকনিকের বাস পুকুরে পড়ে সাত শিশু নিহত ও অর্ধশত আহত হয়। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেহেরপুরের মুজিবনগর থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে।

(দ্য রিপোর্ট/ একে/ এমডি/ ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর