thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

২০১৬ ডিসেম্বর ২৫ ০৯:৩৭:৫৩
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের হাটহাজারী নন্দীর হাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জাহাঙ্গীর (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ফতেয়াবাদস্থ নন্দীর হাট এলাকায় দু-পক্ষের মধ্যে বিরোধের জের ধরে জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকসেবীদের মধ্যে মারামারি থামাতে গিয়ে একে পক্ষের ছুরিকাঘাতে মারা গেছে জাহাঙ্গীর। অপর এক সূত্র দাবি করে, মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় যুবক হেলাল, সালাউদ্দিন ও মামুন জড়িত। পুলিশ মামুনকে আটক করেছে। তবে এ ব্যাপারে জানতে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এইচ/এমকে/ডিসেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর