thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

সাভারে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৫:২৫:৫৯
সাভারে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা

সাভার সংবাদদাতা : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে সাভার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত হোসেন বুধবার দুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শরীফ হোসেন খানের কাছ থেকে এ জরিমানার টাকা আদায় করেন।

জানা গেছে, নির্বাচনী আচারণ বিধিতে গণপরিবহনে ও দেয়ালে পোস্টার লাগানো নিষেধ থাকলেও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শরীফ হোসেন খান তা অমান্য করে বিভিন্ন যানবাহনে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত হোসেন অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শরীফের গাড়িবহর আটকে দিয়ে আচারণ বিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ায় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি অমান্য করে পোস্টার লাগিয়ে প্রচারণা চালানোয় শরীফ হোসেনের কাছ থেকে দশ হাজার টাকা আদায় করা হয়েছে। এ ছাড়াও তাকে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর