thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে শাটল ট্রেনের ধাঁক্কায় ২ নারী নিহত

২০১৬ ডিসেম্বর ২৮ ১৭:৪৫:৩৯
চট্টগ্রামে শাটল ট্রেনের ধাঁক্কায় ২ নারী নিহত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরী মুরাদপুর বিবিরহাট রেল ক্রসিংয়ে বিশ্ববিদ্যালয় থেকে আসা শাটল ট্রেনের ধাঁক্কায় সিএনজি আরোহী ২ জন নারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আরবিনা (৭০) নামের একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও ২ নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ষোলশহর স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চবি ক্যাম্পাস থেকে দুপুর আড়াইটার নগরমুখী ট্রেনটি বিকেল তিনটা পাঁচ মিনিটের দিকে বিবিরহাট এলাকায় পৌঁছে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুত রাস্তা পার হওয়ার সময় শাটল ট্রেন সেটিকে ধাঁক্কা দিয়ে অনেকদূর পর্যন্ত নিয়ে যায়। পরবর্তীতে শাটল ট্রেনের গতি কমলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ২ নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ডিসেম্বর ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর