thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাবির পরিচয় দেওয়া ভুয়া শিক্ষার্থী আটক

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ১৬:২৫:২৫
ঢাবির পরিচয় দেওয়া ভুয়া শিক্ষার্থী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দেওয়া এক ভুয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

ভুয়া পরিচয় দেওয়া ওই শিক্ষার্থীর নাম আব্দুস সালাম। তার গ্রামের বাড়ি নাটোরে। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঢাবির শিক্ষার্থী না হয়েও দীর্ঘ তিন বছর যাবত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছেন।

জানা গেছে, সালাম কয়েক মাস আগে কবি জসিম উদ্দিন হলের উর্দু বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে। মঙ্গলবার তারই মাধ্যমে একই হলের ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। এ সময় সে আমিনুলের মোবাইল নম্বর নেয়।

পরবর্তীকালে বুধবার দুপুরে নয়াপল্টনে এক মন্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য আমিনুলকে পিড়াপিড়ি করে। বিষয়টি আমিনুলের কাছে সন্দেহজনক মনে হয়। পরে সে হলের আরও কয়েকজন ছাত্রলীগ কর্মীকে নিয়ে ভুয়া ওই শিক্ষার্থীকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী বলেন, ওই ছাত্র নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দিয়ে ক্যাম্পাসে নানা অপকর্ম করে আসছিল। আমরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম (ওসি) বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমাকে জানানো হয়নি।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর