thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

বিক্রি কমায় সিইও’র বেতন কমালো আইফোন

২০১৭ জানুয়ারি ০৮ ১১:২৩:৪০
বিক্রি কমায় সিইও’র বেতন কমালো আইফোন

দ্য রিপোর্ট ডেস্ক : হঠাৎ আইফোনের বিক্রি কমেছে। যার প্রভাব পড়েছে সংস্থার প্রধান নির্বাহীর (সিইও) বেতনে। বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপেলের গত ১৫ বছরে এই প্রথম বিক্রি কমল। এতে করে এক লাফে ১৫ শতাংশ ছেঁটে দেওয়া হল খোদ সিইও টিম কুকের বেতন।

সংস্থার হিসেবে দেখা গেছে, গত আর্থিক বছরে টিম কুককে ১.০৩ কোটি মার্কিন ডলার দিয়েছিল অ্যাপেল। এবারে তা কমে হয়েছে ৮৭ লক্ষ মার্কিন ডলার। শুধু সিইও-রই নয়, বেতনে কোপ পড়েছে অন্যান্য উচ্চপদস্থ কর্তাদেরও। দেখা যাচ্ছে, অ্যাপেল-এর রেভিনিউ কমেছে ৮ শতাংশ। কার্যকরী মুনাফা কমেছে ১৬ শতাংশ।

২০০১ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম লাভের পরিমাণ কমল অ্যাপেল-এর। এর আগে ২০০১ সালে অ্যাপেল-এর প্রয়াত কর্ণধার স্টিভ জবসের আইপড বাজারে আনার আগের বছর কমেছিল মুনাফা।

(দ্য রিপোর্ট/আফ/জানুয়ারি ৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর