thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

ইসলামী ব্যাংক ডেবিট কার্ডের উদ্বোধন

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ২০:২১:৩৭
ইসলামী ব্যাংক ডেবিট কার্ডের উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : চালু হল ইসলামী ব্যাংক ডেবিট কার্ড। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ব্যাংকটির এই সেবার উদ্ধোধন করা হয়।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার কেএম আব্দুল ওয়াদুদ ও ভিসার ভারত এবং দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার উত্তম নায়েক।

প্র্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাস গুপ্ত অসীম কুমার বলেন, আমাদের দেশে ৩২ হাজার লোকের জন্য একটি এটিএম বুথ। আর পাশের দেশ ভারতে আট হাজার লোকের জন্য একটি এটিএম বুথ রয়েছে। তবে বিগত কয়েক বছরে পেমেন্ট সিস্টেমে এক অভূতপূর্ব সাফল্য এসেছে।

তিনি বলেন, বর্তমানে প্রায় ১০ হাজার কোটি টাকা আন্তঃব্যাংকিং লেনদেন হচ্ছে। মোবাইল ব্যাংকিং সেবায় বিশ্বে প্রথম সারিতে অবস্থান করছে বাংলাদেশ। দু-এক বছরের মধ্যে বিশ্বে এক নম্বরে উঠে যাবে বাংলাদেশ।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান বলেন, গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা নিরাপদ ও সহজলভ্য করতে ইসলামী ব্যাংক সব সময় আধুনিক ও উন্নত তথ্য-প্রযুক্তির ব্যবহার করে।

সারাদেশে ইসলামী ব্যাংকের পাঁচ শতাধিক এটিএম বুথ রয়েছে। ভিসা চিহ্নিত চার হাজারেরও বেশি এটিএম বুথ ২৪ ঘণ্টা ব্যবহারের সুবিধা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/সা/১৯ ফেব্রুয়ারি, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর