thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

কালিগঞ্জে রাসেলের গ্রামের বাড়িতে পুলিশের অভিযান

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ২০:৫৮:৫৫
কালিগঞ্জে রাসেলের গ্রামের বাড়িতে পুলিশের অভিযান

গাজীপুর প্রতিনিধি : আল কায়েদার শীর্ষ নেতা আয়মন আল জাওয়াহিরির নামে কথিত ভিডিও প্রচারের অভিযোগে আটক অনলাইনকর্মী রাসেল বিন সাত্তারের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জে পুলিশ অভিযান চালিয়েছে। বুধবার সোয়া ৩টায় পুলিশ এ অভিযান চালায়।

তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সরিষাতলা গ্রামে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া সংবাদটি নিশ্চিত করে জানান, রাসেল বিন সাত্তারের পিতা আ. সাত্তার জীবিত নেই। চার ভাই ও তিন বোনের মধ্যে রাসেল ষষ্ঠ সন্তান। চার ভাইয়ের মধ্যে হালিম বিন সাত্তার ও আমিনুল বিন সাত্তার বিদেশে ও রুবেল বিন সাত্তার গ্রামের বাড়িতে কৃষিকাজ করেন। রাসেল টাঙ্গাইলে লেখাপড়া করার কারণে ওই খানে থাকেন।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে র‌্যাব রাসেলদের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একটি অচল ল্যাপটপ জব্দ করেছে। এ বিষয়ে কালিগঞ্জ থানায় কোনো জিডি বা মামলা হয়নি বলে নিশ্চিত করেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএমএম/এমএইচও/এমসি/সা/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর