thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

চেয়ারম্যান পদে

কুষ্টিয়া সদর ও ভেড়ামারায় বিএনপি প্রার্থীরা জয়ী

২০১৪ ফেব্রুয়ারি ১৯ ২২:৫৬:৪৫
কুষ্টিয়া সদর ও ভেড়ামারায় বিএনপি প্রার্থীরা জয়ী

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১ লাখ ছয় হাজার ২৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ এফ এম আমিনুল হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ২৯৪ ভোট।

ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী তৌহিদুল ইসলাম আলম। তিনি আনারস প্রতীকে ৩৮ হাজার ২৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু বক্কার সিদ্দীক আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪২৬ ভোট।

এদিকে, কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলার মোট ১৭৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সকালে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া ও ভেড়ামারায় ভোটারদের সরব উপস্থিতি চোখে পড়ে।

কুষ্টিয়া সদর ও ভেড়ামারায় ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল দেখা গেছে। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কুষ্টিয়া সদর উপজেলায় চারজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও দুজন সংরক্ষিত মহিলা চেয়ারম্যান প্রাথী নির্বাচনে অংশগ্রহণ করেন। ভেড়ামারা উপজেলায় ছয়জন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও চারজন সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নেটওয়ার্ক সম্যসার কারণে ফলাফল দিতে বিলম্ব হচ্ছে।

(দ্য রিপোর্ট/এফএপি/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর