thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বিএনপি না আসলেও জানুয়ারিতে নির্বাচন : হানিফ

২০১৩ নভেম্বর ০৬ ১৪:৪৩:৫৬
বিএনপি না আসলেও জানুয়ারিতে নির্বাচন : হানিফ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সংবিধান সমুন্নত রাখতে আওয়ামী লীগ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে বাধ্য উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি না আসলেও সংবিধান অনুযায়ী আগামী জানুয়ারিতেই দশম জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।’

বুধবার রাজধানীর মতিঝিলের বকচত্বরে জাতীয় শ্রমিকলীগ আয়োজিত হরতাল বিরোধী এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী সর্বদলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এই সর্বদলীয় সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন না হলে তার দায় ভার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকেই নিতে হবে। তাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপির।’

হানিফ বিরোধী দলীয় নেতার উদ্দেশ্যে বলেন, ‘হরতাল নৈরাজ্যের পথ পরিহার করুন। আলোচনায় বসে সর্বদলীয় সরকারে অংশ নিন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে। এই নির্বাচনে বিরোধীদল অবশ্যই অংশগ্রহণ করবে।’

তিনি বিরোধী দলীয় নেত্রীকে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সন্ত্রাস, বোমাবাজি, জ্বালাও পোড়াও বন্ধ করুন। আর তা না হলে আওয়ামী লীগ তা প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

হানিফ বিরোধী দলীয় নেত্রীকে প্রধানমন্ত্রীর টেলিফোনের বরাত দিয়ে বলেন, ‘এখনও সময় আছে। আলোচনায় বসুন। সমস্যার সমাধান হয়ে যাবে।’

জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. শুক্কুর মাহামুদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এমসি/জেএম/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর