thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

রাজবাড়ীতে নির্বাচিত যারা

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০১:২৮:৩৯
রাজবাড়ীতে নির্বাচিত যারা

রাজবাড়ী প্রতিনিধি : চতুর্থ উপজেলা নির্বাচনে প্রথম দফায় জেলার তিন উপজেলা রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও পাংশায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে উপজেলা নির্বাচনের ফলাফল। রাত ১১টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

রাজবাড়ী সদর :

সদরে চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এম এ খালেক (দোয়াত-কলম) ৭৩ হাজার আাটশ ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা সদরে তিনবার নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস। আনারস প্রতীক নিয়ে তার প্রাপ্তভোট ৫৯ হাজার ৪৩৪।

ভাইস চেয়ারম্যান পদে সদর জামায়েতর আমির মো. সৈয়দ আহাম্মদ খান (বই) ৪১ হাজার ৫৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রকিবুল হাসান পিয়াল (তালা) ৪১ হাজার ২৮০ পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত শাহিনুর আক্তার বিউটি (হাঁস) ৭২ হাজার ৮২০ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সুফিয়া খান রেখা (কলস) ৫৪ হাজার ৩২০ ভোট পেয়েছেন।

বালিয়াকান্দি উপজেলা :

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (মোটরসাইকেল) ৪১ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী গোলাম শওকত সিরাজ (আনারস) ২৭ হাজার ৩৪৭ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ মানিক (জাহাজ) ২৯ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম (বই) পেয়েছেন ২১ হাজার ৫১৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি নুরুল আমিনের স্ত্রী খোদেজা বেগম (হাঁস) ৫৭ হাজার ৫৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মলিনা পারভিন (কলস) ২০ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন।

পাংশা উপজেলা:

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ফরিদ হাসান মন্ডল ওদুদ (আনারস) ৬৩ হাজার ২৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান আহম্মদ হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ২০ হাজার ৪২৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মুন্সি নাদের হোসেন (জাহাজ) ৪০ হাজার ৬৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামসুল আলম আকুল (তালা) ৩৮ হাজার ৪১৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা আহম্মেদ (হাঁস) ৪৫ হাজার ৬৯০ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত সুফিয়া বেগম (কলস) পেয়েছেন ৩৫ হাজার ৫৫ ভোট।

(দ্য রিপোর্ট/টিএম/এমএআর/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর