thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জাবিতে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা

২০১৪ ফেব্রুয়ারি ২০ ০৩:২৬:০৪
জাবিতে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগ সভাপতি আল-আমিন (৩৮ ব্যাচ) মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের ৭ কর্মীর নাম উল্লেখ করে আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলা নং- ৩৮/ ১৪৩/৪৪৭/৩০৭/৩২৩। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- ছাত্রলীগ কর্মী আসিফ ইকবাল (রসায়ন বিভাগ, ৩৯তম ব্যাচ), রনি (নৃবিজ্ঞান বিভাগ, ৪১তম ব্যাচ), শামীম মোল্লা (ইতিহাস বিভাগ, ৩৯তম ব্যাচ), মনোজিত (প্রত্নতত্ত্ব বিভাগ, ৪২তম ব্যাচ), তানভীর (ইংরেজি বিভাগ, ৪১তম ব্যাচ), মেহেদী (প্রত্নতত্ত্ব বিভাগ, ৪১তম ব্যাচ), সৌরভ (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ৪০তম ব্যাচ)।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বই কেনাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ কর্মীরা আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের দুই কর্মী মুশফিক ও পরশের ওপর হামলা করে। এতে উভয়ই গুরুতর আহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন আল-আমিন।

(দ্য রিপোর্ট/এএস/এসকে/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর