thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘শর্ত দেবেন না, সংলাপে আসুন’

২০১৩ নভেম্বর ০৬ ১৪:৪৮:৪৫
‘শর্ত দেবেন না, সংলাপে আসুন’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শর্ত দেবেন না, সংলাপে আসুন।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সংগ্রাম পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘সর্বদলীয় সরকারের প্রবেশ পথ এখনও খোলা আছে। যে মন্ত্রণালয় চান দেওয়া হবে। তিনি (খালেদা জিয়া) দীর্ঘদিন সংলাপের পথ এড়িয়ে বাংলাদেশকে রক্তাক্ত জনপথ করার পরিকল্পনা চালাচ্ছেন।’

বিরোধী দলীয় নেত্রীকে সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গীবাদ-সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত না হলে আগামীতে আপনার পরিণতিও যুদ্ধাপরাধীদের চেয়ে ভালো হবে না।’

তিনি বলেন, ‘আপনাকে জনগণের সামনে প্রতিশ্রুতি দিতে হবে, আলোচনার বিষয়ে কোন শর্ত দিবেন না, হরতাল ডাকবেন না। জামায়াত-হেফাজতের ট্রেন থেকে নেমে নির্বাচনের ট্রেনে আসুন।’

তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘বেগম জিয়া অন্য কোন জঘন্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যুদ্ধাপরাধীদের বাঁচিয়ে নির্বাচনে তাদের পাশে রাখতে চান। কিন্তু আপনি সংলাপে আসবেন কি করে, আপনি তো জামায়াত আর হেফাজতকে নিয়ে দেশে অরাজকতা চালানোর পরিকল্পনার ছক আঁকছেন।’

যুব সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও যুব সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

(দিরিপোর্ট২৪/এমসি/এমএআর/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর