thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

জামালপুরে ২ উপজেলায় বিএনপির প্রার্থী জয়ী

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১০:০৪:০৮
জামালপুরে ২ উপজেলায় বিএনপির প্রার্থী জয়ী

জামালপুর প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা দুটিতেই বেসরকারিভাবে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।

বুধবার গভীর রাতে জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জামালপুর সদর উপজেলা নির্বাচনে ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে প্রকাশিত সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী ভোলা মল্লিক ৮৪ হাজার ৭১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজন কুমার চন্দ পেয়েছেন ৭৬ হাজার ২০৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মশিউর রহমান (উড়োজাহাজ) ৮৫ হাজার ৮৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এম খলিলুর রহমান (তালা) পেয়েছেন ৭০ হাজার ৩৩৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থিত প্রার্থী শেলীনা বেগম (কলস) ৮৫ হাজার ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফেরদৌসী বেগম বুলবুলি (হাঁস) পেয়েছেন ৭৫ হাজার ৫৬৪ ভোট।

এদিকে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর শামীম তালুকদার (আনারস) ৭৪ হাজার ১৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৬২ হাজার ৯৫৬ ভোট।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর