thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিশ্ববিদ্যালয়ের দাবিতে ইডেন শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১১:৪৯:৫৭
বিশ্ববিদ্যালয়ের দাবিতে ইডেন শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ইডেন মহিলা কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয করার দাবিতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নীলক্ষেত ও আজিমপুর মোড় ঘুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

কলেজের ১ ও ২ নাম্বার গেটের মাঝামাঝি সামনের রাস্তার এক পাশ অবরোধ করে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সমাবেশ করেন তারা। সমাবেশে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। এর আগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তারা অনেক দিন ধরে আন্দোলন করে আসছেন। তারপরও তাদের এই ন্যায্য দাবি মানা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে অনেকে আশ্বাস দিলেও তাদের দাবি বাস্তবায়িত হয়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তারা।

বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ২৪ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট এবং ২ মার্চ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

(দ্য রিপোর্ট/এসআর/ এমডি/ ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর