thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ছাত্রীকে গালি দেওয়ায় ঢাবি শিক্ষিকার রুমে তালা

২০১৪ ফেব্রুয়ারি ২০ ১৫:৪৩:০১
ছাত্রীকে গালি দেওয়ায় ঢাবি শিক্ষিকার রুমে তালা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে গালি ও শারীরিক নির্যাতনের অভিযোগে একই বিভাগের শিক্ষিকা আয়েষা মাহমুদের কক্ষে তালা লাগিয়েছেন শিক্ষার্থীরা।

কলাভবনের মনোবিজ্ঞান বিভাগে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র উপদেষ্টা, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান ও উপাচার্য বরাবর অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী রুকসানা পারভীন।

লিখিত অভিযোগে ঐ ছাত্রী বলেন, ‘গত মঙ্গলবার অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে জামিউন নাহার ম্যাডামের কক্ষে যাই। কিছুক্ষণ পর আয়েষা ম্যাডাম কক্ষে প্রবেশ করেন। কক্ষ থেকে বের হওয়ার সময় ম্যাডাম আমাকে লাথি মারেন ও ‘রক্ষিতা’ বলে গালি দেন।’

বিভাগের প্রভাষক জামিউন নাহার দ্য রিপোর্টকে বলেন, ‘রুকসানা আমার কক্ষে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে এসেছিল। আয়েষা ম্যাডাম কক্ষ থেকে বের হওয়ার সময় ‘রক্ষিতা’ শব্দ শুনতে পাই। তবে আমার সামনে অ্যাসাইনমেন্টের স্তুপ থাকায় ম্যাডাম লাথি মেরেছেন কিনা দেখতে পাইনি।’

বিভাগের ছাত্র উপদেষ্টা মো. সোহেল রানা দ্য রিপোর্টকে বলেন, ‘বিভাগের এক ছাত্রী আয়েষা ম্যাডামের বিরুদ্ধে অভিযোগ করেছেন। চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিভাগের চেয়ারম্যান পারভীন হক বলেন, ‘আয়েষা মাহমুদার বিরুদ্ধে এক ছাত্রী গালিগালাজ ও অশালীন ব্যবহারের অভিযোগ করেছেন। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভি করেন নি।

(দ্য রিপোর্ট/জেএইচ/একে/এমডি/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর