thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রবির চতুর্থ প্রান্তিকে নিট প্রফিট শূন্য

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২০:০৩:১৬
রবির চতুর্থ প্রান্তিকে নিট প্রফিট শূন্য

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতা ও থ্রিজি সেবার ব্যয়ের কারণে ২০১৩ সালের চতুর্থ প্রান্তিকে দেশের মোবাইল অপারেটর রবি’র আয় শূন্যের কোঠায় রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে।

রাজধানীর রূপসী বাংলা হোটেলে বৃহস্পতিবার দুপুরে ‘চতুর্থ প্রান্তিক ২০১৩ ব্যবসায়িক সফলতা’ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সুপুন বীরাসিংহে জানান, গত প্রান্তিকে প্রতিকূল পরিবেশেও ২০১৩ সালে রবির রাজস্ব বৃদ্ধি হয়েছে ১৬ ভাগ। এ সময় রাজস্ব বৃদ্ধির পাশাপাশি অপারেটিং প্রফিট, ইবিআইটিডিএ (আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স ডেপ্রিসেয়েশন অ্যান্ড অ্যামোরটাইজেশন) ও পিএটিতেও (প্রফিট আফটার ট্যাক্স) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে প্রায় ৩০ ভাগ। তবে দেশের অস্থির পরিবেশের কারণে রাজস্ব আদায় কম ও থ্রিজি সার্ভিস সংক্রান্ত খরচের কারণে চতুর্থ প্রান্তিকে এসে ইবিআইটিডিএ ও পিএটি কমে শূন্যের কোটায় দাঁড়িয়েছে। অথচ বছরের প্রথম তিন প্রান্তিকে এ কোম্পানির আয় হয়েছিল প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের অস্থির পরিবেশের কারণে ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকের মোট রাজস্ব শতকরা ছয় শতাংশ কমেছে। তৃতীয় প্রান্তিকে মোট রাজস্বের পরিমাণ ছিল ১১ দশমিক সাত বিলিয়ন টাকা এবং চতুর্থ প্রান্তিকে এর পরিমাণ ১১ বিলিয়ন টাকা। তৃতীয় প্রান্তিকে পিএটি এক দশমিক চার বিলিয়ন টাকা হলেও চতুর্থ প্রান্তিকে তা শূন্যের কোটায় দাঁড়িয়েছে।

এ সময় রবি’র চিফ ফাইনান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর