thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

জবির বিজনেস স্টাডিজ ভবন এখন ভাষাশহীদ রফিক ভবন

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২১:২২:৫৪
জবির বিজনেস স্টাডিজ ভবন এখন ভাষাশহীদ রফিক ভবন

জবি প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পুরাতন বিজনেস স্টাডিজ ভবনকে নতুন করে ভাষাশহীদ রফিক ভবন হিসেবে নামকরণ করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে উদীচীর এক আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ ঘোষণা দেন।

তৎকালীন জগন্নাথ কলেজের ছাত্র ও ভাষাশহীদ রফিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জবি উপাচার্য বলেন, তৎকালীন জগন্নাথ কলেজের ছাত্র ও ভাষাশহীদ রফিকের নামে পুরাতন বিজনেস স্টাডিজ ভবন ‘ভাষা শহীদ রফিক ভবন’ নামে নামকরণ করা হল। ভবিষ্যতে নতুন করে কোনো হল নির্মিত হলে তা ভাষাশহীদ রফিকের নামে নামকরণ করা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে একুশে উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উদীচী।

এ ছাড়া অমর একুশে উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের চলচ্চিত্র প্রদর্শনী চলছে।

(দ্য রিপোর্ট/এলআরএস/এমএইচও/এসবি/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর