thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বিমানের কর্মচারীর আত্মহত্যা

২০১৭ ফেব্রুয়ারি ০৬ ১৮:২১:২৯
চট্টগ্রামে বিমানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামেজোবায়ের করিম নামের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মচারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার স্বজনরা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর পতেঙ্গা থানার বিজয় নগর এলাকার নিজ বাসায় গলায় ফাঁস দেন জোবায়ের করিম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জোবায়ের করিমকে মৃত ঘোষণা করেন।

নিহত জোবায়ের করিম পাবনা জেলার বাসিন্দা। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানিয়েছেন, আমরা শুনেছি পতেঙ্গার বিজয় নগর এলাকায় একজন লোক আত্মহত্যা করে মারা গেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানিয়েছেন, বিকেল ৩টার দিকে জোবায়ের করিমকে চমেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে জোবায়ের আত্মহত্যা করেছেন। তিনি বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের কর্মচারী বলে জানতে পেরেছি।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর