thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

মানিকগঞ্জে শিশুর মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ২০ ২২:৩৪:১০
মানিকগঞ্জে শিশুর মৃতদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুবলিয়া গ্রাম থেকে পুলিশ এক স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে। নিহত শিশু উপজেলার ধুবলিয়া গ্রামের আতোয়ার হোসেন শাহরুলের মেয়ে হীরা আক্তার (৭) স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

স্বজনরা শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বললেও পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে শিশুর বাবা জানান, তিনি ঢাকায় কাগজের ব্যবসা করেন। তার দুই মেয়ে এক ছেলের মধ্যে হীরা মেঝো। বৃহস্পতিবার দুপুরে সন্তানদের বাড়ি রেখে তার স্ত্রী হাসনা বেগম ব্যাংকে টাকা তুলতে যান।

৪টার দিকে শব্দ পেয়ে শিশুটির কাকা জামাল শেখ ঘরে ঢোকেন। এ সময় তিনি হীরাকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখেন। হীরাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। ততক্ষণে শিশুটি মারা যায়।

শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, ওই গ্রামের হানিফ নামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে শিশুটির গলায় কালো দাগ পাওয়া গেছে।

ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনইউ/এএস/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর