thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

৫ লাখ টাকা ফেরত চাওয়ায় খুন করা হয় রমানন্দকে

২০১৭ ফেব্রুয়ারি ০৭ ২২:১৯:২৬
৫ লাখ টাকা ফেরত চাওয়ায় খুন করা হয় রমানন্দকে

চট্টগ্রাম অফিস : পেনশনের পাঁচ লাখ টাকা ধার দেওয়ার সাথে নিজের জীবনটাও দিতে হল অবসরপ্রাপ্ত রেলওয়ে স্টেশন মাস্টার রমানন্দ পালিতকে (৬৫)। ধার নেওয়া টাকা ফেরত চাওয়ায় তাকে গলা কেটে নির্মমভাবে খুন করে লাশ নিজের দোকানের পেছনে মাটি চাপা দেয় ঘাতক ফোরকান।

২০১৫ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাটে এ ঘটনা ঘটে। দুই বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)’র হাতে ধরা পড়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘাতক ফোরকান। মঙ্গলবার বিকালে চট্টগ্রামের খুলশিতে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহিম। এসময় মহানগর পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুদ্দিনসহ পিবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রেলওয়ের অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার রমানন্দ পালিত ঘরের সামনে ভাই ভাই ইলেকট্রিক এন্ড হার্ডওয়ারের দোকান করতো ফোরকান। দুজনের মধ্যে সুসম্পর্ক হওয়ার এক পর্যায়ে ধূর্ত ফোরকান নানা কৌশলে রমানন্দের কাছ থেকে পর্যায়ক্রমে ৫ লাখ টাকা ব্যবসার জন্য ধার নেন। ৬ মাস পর ধার দেওয়া টাকা ফেরত চাইলে আসল রূপ ধরা পড়ে ফোরকানের। টাকা ফেরত দেওয়ার কথা বলে রমানন্দকে নিজের দোকানে ডেকে নিয়ে যায় ফোরকান। নিজের জীবনের শেষ সঞ্চয়টুকু ফেরত পেতে ফোরকানের দোকানে যায় রমানন্দ। এর পর ফোরকান তার দোকানের কর্মচারী রুবেলকে অন্যত্র সরিয়ে দিয়ে ধারালো দা দিয়ে রমানন্দকে গলা কেটে হত্যা করে। মরদেহ দোকানের পিছনে মাটি চাপা দিয়ে পরিবারসহ সবাই আত্মগোপনে চলে যায়।

এদিকে রমানন্দ হত্যার পর তাঁর মেয়ের জামাই বিপ্লব খাস্তগীর হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। এক বছর পর মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন পুলিশ হেডকোয়ার্টার।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর বলেন, নিজের নাম পরিচয় গোপন করে প্রথমে কক্সবাজারের একটি রেস্টুরেন্টে এবং পরে একটি কলার দোকান দেয় ফোরকান।

দীর্ঘ এক বছর তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর সোমবার রাতে কক্সবাজার থেকে ঘাতক ফোরকানকে আটক করে। আটকের পর রমানন্দকে নিজের দোকানে ডেকে নিয়ে হত্যার কথা স্বীকার করে ফোরকান ।

এদিকে দীর্ঘ ২ বছর পর নিজের স্বামীর ঘাতক আটক হওয়ার খবরে পিবিআই অফিসে ছুটে আসেন রমানন্দের স্ত্রী ডলি পালিত। তিনি স্বামীর হত্যাকারীর ফাঁসির দাবি করেন।

(দ্য রিপোর্ট/এপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর