thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

ভালোবাসা দিবসে সাজিয়ে নিন নিজেকে

২০১৭ ফেব্রুয়ারি ১৩ ২১:৩৫:৩৮
ভালোবাসা দিবসে সাজিয়ে নিন নিজেকে

দ্য রিপোর্ট ডেস্ক : অনেকেই মনে করেন ভালোবাসার আবার দিন হয় নাকি! তবে পুরানো ভালোবাসাকে নতুন করে ঝালাই করে নিতে যদি একটি দিন বেছে নেওয়া হয় তবে মন্দ কি!

পয়লা ফাল্গুনের পরের দিনই ভালোবাসা দিবস। আর এই ফাগুনে বাহিরে ঘোরাঘুরির কারণে চেহারায় পরে যাবে ক্লান্তির ছাপ। এ কারণে ভালোবাসা দিবসেও নিজেকে রাঙিয়ে নিতে রইল কিছু টিপস-

মেকআপ

রাতেই ভালো কোনো স্ক্রাবার দিয়ে স্ক্রাবিং করে নিন। এতে ত্বকে জমে থাকা ময়লা, ব্ল্যাকহেডস ও মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে এবং মেকআপ সুন্দরভাবে বসবে।

চাইলে ঘরেই স্ক্রাব বানিয়ে নেওয়া যেতে পারে। চালের গুঁড়ার সঙ্গে মধু ও খানিকটা পানি বা গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিলেই মিশ্রণটি স্ক্রাব হিসেবে ব্যবহার করা যাবে।

এছাড়া মধু, লেবু ও চিনি মিশিয়েও স্ক্রাব তৈরি করে নেওয়া যাবে। এরপর মুখ ভালোভাবে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

মুখের মেকআপ হবে হালকা। প্রথমে মুখে পাঁচ মিনিট ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বক নরম করে নিন। তারপর ফোঁটা ফোঁটা স্টিক ফাউন্ডেশন লাগিয়ে ভালোমতো মাখুন। হালকা ফেস পাউডার লাগান, তার ওপর পিচ কিংবা গোলাপি ব্লাশন বুলিয়ে নিন। হয়ে গেল সারা দিনের মেকআপ বেজ।

চোখের সাজ

চোখে স্মোকি সাজই চলছে এখন। তবে স্মোকি মানেই কালো নয়। তাতে যোগ হয়েছে হরেক রং। প্রথমে পানিরোধক কাজল চোখে টেনে নিন। শুধু কাজলরেখা ঘেঁষে সবুজ, বাদামি কিংবা ময়ূরকণ্ঠী নীল মেশান। নিচের পাতার ভেতরের অংশে ঘন কাজল দিয়ে নিচে বাদামি শ্যাডো টানুন। পাপড়িতে ঘন করে মাশকারা লাগিয়ে নিন। চোখের পুরো পাতায় শ্যাডো দিতে চাইলে কাজলের বদলে মোটা করে লাইনার টানুন। রাতে চোখে যে কোনো শ্যাডো পরতে পারেন। সে ক্ষেত্রে হাইলাইট হতে পারে সোনালি, বাদামি, রুপালি, পার্ল, তামাটে রঙের। চোখের কোণে একটু কালো শ্যাডো মিশিয়ে নিলেই গভীর হবে আপনার চোখের ভাষা। লেন্স পরতে পারেন। ত্বক বাদামি বা শ্যামলা রঙা হলে হ্যাজেল, বাদামি লেন্স ভালো মানাবে। ফরসা হলে বেছে নিন ছাই, নীল বা সবুজ রং।

চুলের সাজ

সকালেই চুল ধুয়ে কন্ডিশন করে নিন। খোলা চুলে ওয়েভ কার্ল, স্পাইরাল করে নিতে পারেন। চাইলে কপাল ঘেঁষে চিকন বণি করে নিতে পারেন। অথবা পনিটেইল, ফ্রেঞ্চ বেণিও ভালো লাগবে। যারা শাড়ি পরবেন, তারা হাতখোঁপা করে নিতে পারেন। হরেক রকম চুলের কাঁটা গুঁজে খোঁপায় তুলতে পারেন নতুন ছন্দ। খেয়াল রাখবেন, চুল যেন সবসময় পরিষ্কার ও টিপটপ দেখায়। ব্যাগে পাঞ্চ ক্লিপ ও ব্রাশ রাখবেন। রাতের অনুষ্ঠান হলে হেয়ার স্পা করিয়ে নিতে পারেন।

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর