thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ছাত্রলীগকর্মী হত্যার ৩দিন পর মামলা

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৫:৩৫:৫৮
চট্টগ্রামে ছাত্রলীগকর্মী হত্যার ৩দিন পর মামলা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর রিয়াজুদ্দিন বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত সিটি কলেজ ছাত্রলীগ কর্মী ইয়াছিন আরফাত হত্যার ৩ দিন পর অবশেষে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার মধ্যরাতে ছয়জনকে আসামি করে ইয়াছিন আরফাত তাওরতের মা রোকেয়া বেগম বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

আসামিরা হলো- ইরফান, হারুন, হৃদয়, আবু বকর, মো. তারেক ও আয়ান। আসামিরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ঘটনার সময় দুই গ্রুপের মারামারিতে আহত হারুন চিকিৎসাধীনবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে ইরফানসহ ৬ ছাত্রলীগ নেতা কর্মীকে মামলায় আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি শনিবার বেলা ৩টার দিকে রিয়াজুদ্দিন বাজার আমতলা এলাকায় হোটেল সাফিনার পাশের গলিতে একটি হোটেলে ভাত খাওয়ার সময় ব্যক্তিগত বিরোধ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারিতে ৩-৪ জন আহত হয়। এদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান সরকারি সিটি কলেজ ছাত্রলীগের কর্মী এবং কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইয়াসিন আরফাত তাওরাত (২২)। নিহত ইয়াছিন জেলার সাতকানিয়া উপজেলার ছদহা এলাকার বাসিন্দা। এদিকে ঘটনা পর দিন কেন্দ্রীয় ছাত্রলীগ জানায় নিহত ইয়াছিন এবং সংঘর্ষকারীরা কেউই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয়।

(দ্য রিপোর্ট/এপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর