thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

মুন্সীগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪

২০১৪ ফেব্রুয়ারি ২১ ১৫:২১:২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। তবে আহতদের কারো নাম জানা যায়নি।

কুচিয়ামোড়া এলাকায় ও মধ্যমচর গ্রামবাসী শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। বর্তমানে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে। মহাসড়কে ১ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তেমন কেউই গুরুতর আহত হয়নি।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/এইচএসএম/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর