thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রাম বন্দরের ক্যাপিটেল ড্রেজিংয়ে পরিত্যক্ত সরঞ্জামে আগুন

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ১৫:৫৯:৫৭
চট্টগ্রাম বন্দরের ক্যাপিটেল ড্রেজিংয়ে পরিত্যক্ত সরঞ্জামে আগুন

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার অভয়মিত্র ঘাট এলাকায় কর্ণফুলি নদীতে ক্যাপিটেল ড্রেজিংয়ের পরিত্যক্ত সরঞ্জামে আগুন লেগেছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নেভাল টুয়ের ব্রীজের উপর রাখা মালামালে হঠাৎ আগুন লাগে।

প্রতক্ষ্যদর্শী লাইটারেজ জেটিতে কর্মরত গ্রেড বেঙ্গলের সহকারী ম্যানেজার গোলাম ফারুক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান,কর্ণফুলি ড্রেজিংয়ের কাজ ফেলে পালিয়ে যাওয়া ঠিকাদারদের ফেলে যাওয়া সরঞ্জাম যেমন স্ক্যাভেলেটর, ড্রাম ট্রাক, বিভিন্ন বড় বড় পাইপ, এবং যন্ত্রপাতি বন্দর কর্তৃপক্ষ জব্দ করে নেভাল টু এলাকায় খোলা আকাশের নিচে ফেলে রাখে। কিন্তু সেখানে কোন কারণ ছাড়াই এই মূল্যবান মালামালে আগুন ধরে যায়। এতে প্রায় কয়েক কোটি টাকার মূল্যবান মালামাল ছিল।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা হুমায়ুন কবির দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, অভয় মিত্রঘাট এলাকায় কিছু পরিত্যক্ত মালামালে আগুন লাগার খবর পেয়ে আমাদের নন্দন কানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টার পর সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি আরও জানান, তবে কি কারণে এ আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানতে পারি নি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর