thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার

২০১৭ ফেব্রুয়ারি ২১ ১৩:৫৬:৫৭
চট্টগ্রাম বিমানবন্দর থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কেজি ওজনের স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় আসা ফ্লাই দুবাইয়ের একটি বিমানের যাত্রী মো. শাহাদাতকে তল্লাশী করে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুবাই থেকে আসা শাহাদাতকে সন্দেহ করা হলে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তার কাছ থেকে প্রথমে ৪টি এবং পরে আরও ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বারগুলোর ওজন প্রায় আড়াই কেজি। ঘটনায় শাহাদাতকে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

(দ্য রিপোর্ট/এআরই/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর