thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জাবিতে মাতৃভাষা দিবস পালিত

২০১৪ ফেব্রুয়ারি ২১ ২০:০২:৩৩
জাবিতে মাতৃভাষা দিবস পালিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. এম এ মতিন।

এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করে জাবি শিক্ষক সমিতি, ছাত্র ইউনিয়ন, জাবি ছাত্রলীগ, অফিসার্স ক্লাব, কর্মচারী ইউনিয়ন, জাবি সাংবাদিক সমিতি, ছাত্র ফ্রন্ট, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং প্রতিটি হলের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

এর আগে গত রাত থেকেই জাবিতে অবস্থিত দেশের সবচেয়ে উচু শহীদ মিনারটিতে ফুল দিতে আসে হাজারো ছাত্রছাত্রী। দিনভর নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে তারা।

(দ্য রিপোর্ট/এএস/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর