thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

সরিষাবাড়ীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

২০১৪ ফেব্রুয়ারি ২১ ২২:২৮:৪২
সরিষাবাড়ীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচন পরবর্তী আ’লীগ-বিএনপি সহিংসতায় শুক্রবার সন্ধ্যায় আনসারসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় প্রায় ২৫টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কামরুল এসহান জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি। পাশাপাশি ঘটনাস্থলে র‌্যাব, বিজিবি মোতায়েন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চররৌহা গ্রামে সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচন নিয়ে আ’লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ লেগে যায়।

সংঘর্ষ চলাকালে প্রায় ২৫টি দোকানে ভাংচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/ফেব্রুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর