thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

সোনালী ব্যাংক ডাকাতির পরিকল্পনাকারী সিরাজ আটক

২০১৪ ফেব্রুয়ারি ২২ ০৯:৪৫:৪৪
সোনালী ব্যাংক ডাকাতির পরিকল্পনাকারী সিরাজ আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে সুড়ঙ্গ খুড়ে অভিনব পদ্ধতিতে ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা ডাকাতির মূল পরিকল্পনাকারী সিরাজকে আটক করেছে র‌্যাব।

শনিবার ভোরে কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান জানান, ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত হাবিব ওরফে সোহায়েলের মামা শ্বশুর সিরাজ। সোহায়েল র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছিল, ব্যাংক চুরির এই অভিনব পরিকল্পনার মূলে রয়েছে সিরাজ। দেড় বছর আগে পাওনা টাকা চাওয়ায় সিরাজ তাকে এই পরিকল্পনাটি দিয়েছিল।

তিনি আরো জানান, সোহায়েলকে আটক করার পর সিরাজ সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়। তার তথ্যের ভিত্তিতেই র‌্যাব সিরাজকে ধরার জন্য অভিযান শুরু করে।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে সুড়ঙ্গ খুড়ে অভিনব পদ্ধতিতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। এরপর ২৬ জানুয়ারি ব্যাংকের ক্যাশিয়ার ভল্টরুমে টাকা আনতে গেলে এ ঘটনা ধরা পড়ে।

এরপর এই ব্যাংক ডাকাতির রহস্য উন্মোচনে পুলিশ ও র‌্যাবের একাধিক গোয়েন্দা টিম মাঠে নামে। ২৮ জানুয়ারি রাজধানীর শ্যামপুর এলাকার একটি বাসা থেকে সোহায়েল এবং আশ্রয়দাতা ইদ্রিস মোতাহারকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৬ কোটি ১৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

এদিকে এই আলোচিত ঘটনাটি তদন্ত করছিল পুলিশ। কিন্তু এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি মামলার তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

(দ্য রিপোর্ট/এএইচএ/ এমডি/ ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর