thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে বিএসইসির কমিটি গঠন

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১০:৫৬:১২
বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে বিএসইসির কমিটি গঠন

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্টক এক্সচেঞ্জের বাইরে পুঁজিবাজার পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৯ ফেব্রুয়ারি বিএসইসির পরিচালক মো. মনসুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

জারিকৃত আদেশে স্টক এক্সচেঞ্জের বাইরে তাৎক্ষণিক (রিয়েল টাইম) বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিএসইসির পরিচালক রাজীব আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পরিচালক মো. মনসুর রহমান এবং পরিচালক শেখ মাহবুব-উর-রহমান। কমিটিকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানা গেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ (অর্ডিন্যান্স নং XVII) এর সেকশন ২১ ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫নং আইন) অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর