thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৬ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

বাড্ডায় সেই যুবকের পরিচয় মিলেছে

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১১:০১:২৫
বাড্ডায় সেই যুবকের পরিচয় মিলেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় উদ্ধার হওয়া যুবকের মৃতদেহের পরিচয় মিলেছে। শুক্রবার বিকেলে আফতাবনগর প্রজেক্ট এম ব্লকের শেষ মাথায় বালুচাপা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। শনিবার নিহতের মামা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।

পরিচয় পাওয়া যুবকের নাম রাজকুমার রাজবংশী। পেশায় তিনি দুধ ব্যবসায়ী। খিলগাঁও বাসেরকান্দী এলাকায় থাকতেন তিনি।

নিহতের মামা বাবুল চন্দ্র বলেন, ‘ব্যবসার কাজে ১০ হাজার টাকা দিয়ে বাসা থেকে বের হন রাজকুমার। এরপর তার খোঁজ পাওয়া যায়নি।’

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/একে/এমডি/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর