thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ওয়েস্ট ইন্ডিজের জয়

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১১:১৩:০৪
ওয়েস্ট ইন্ডিজের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : কিংসটনের সাবিনা পার্কে শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টোয়েন্টি২০ ম্যাচে আয়ারল্যান্ডকে ১১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

আয়ারল্যান্ড একই মাঠে ৬ উইকেটে প্রথম টোয়েন্টি২০ ম্যাচটি জয় করেছিল। দ্বিতীয় ম্যাচে সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি আয়ারল্যান্ড। ইতিহাসও গড়া হয়নি দলটির। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনা ছিল তাদের।

সফরকারী আয়ারল্যান্ড টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে আয়ারল্যান্ড ৮ উইকেটে ৮৫ রান সংগ্রহ করতে পারে। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক ড্যারেন স্যামি। ২২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন আয়ারল্যান্ডের অ্যালেক্স কুসাক।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের একমাত্র ওয়ানডে ম্যাচটি এই ম্যাঠেই রয়েছে রবিবার।

সংক্ষিপ্ত স্কোর :

দ্বিতীয় টোয়েন্টি২০

টস : আয়ারল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ : ৯৬/৯, ২০ ওভার (আন্দ্রে ফ্লেচার ১৯, অ্যালেক্স কুসাক ৪/১১)

আয়ারল্যান্ড : ৮৫/৮, ২০ ওভার (গ্যারি উইলসন ৩৫, ড্যারেন স্যামি ৩/২২)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ১১ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : ড্যারেন স্যামি

ম্যান অব দ্য সিরিজ : অ্যালেক্স কুসাক।

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর