thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

গাজীপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১১:৪০:২৪
গাজীপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বাসচাপায় স্কুলছাত্র সুমন নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন মজিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। সে নেত্রকোনার সাতপাইর এলাকার আবু আলমের ছেলে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টায় সুমন তার মায়ের সঙ্গে চেরাগআলী এলাকায় চিকিৎসকের কাছে যাচ্ছিল। এ সময় তারা ওই সড়কের কলেজ গেট এলাকায় রাস্তা পার হচ্ছিল। তখন হামজা পরিবহনের একটি বাস সুমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর